Tuesday, April 23, 2024

ভন্ড সমাচার

ভন্ড সমাচার
       মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ভন্ডদের আজ কদর বেশি
              বাংলাদেশের ভেতরে,
পূজা তাদের করে বহু
              মানুষরূপী ইতরে।

নেইকো তাদের ধর্মীয় জ্ঞান
                দেখায় ধর্মে শ্রদ্ধা খুব, 
শয়তানেরই মলে তারা
                পূত হতে মারে ডুব। 

গাঁজার আসর বসায় তারা
            মারে গাঁজায় নেশারটান,
মাতালামি আর আস্ফালনে
           মুখে জপে আল্লার নাম। 

মদ,গান, নাচ আর জেনায় তাদের
              খানকা থাকে সরগরম,
বিজ্ঞজনে দেখলে এদের
                বলে পাপী, বেশরম।

জাহান্নামের পথিক হবে
          চললে এদের পথ ধরে,
শাস্ত্রবিদদের কথা এখন
             শোনে না সব বর্বরে। 

তারিখ. ০৫- ০২- ২০২৪ খ্রি.

             ........

Sunday, April 14, 2024

আলেমের কারণে



অধিকাংশ আলেম এখন
     দেখা যায় পথভ্রষ্ট,
যাদের দ্বারা হচ্ছে ধর্মের
     ঐতিহ্য বিনষ্ট।

এদের থাকে টাকার লিপ্সা
         এলেমের স্বল্পতা,
কথা, কর্ম আর চিন্তায় নেই
       মোটেও সততা।

বেশভূষাতে সাজে অলি
        আর করে ভণ্ডামি,
 স্বার্থে রক্ষায় পর ঠকাতে
      করে সব নোংরামি।

ঐক্য, সংযম, উদারতা
    সামাজিক সম্প্রীতি,
দেখা যায় না তাদের মাঝে
     এসব রীতি-নীতি। 

একে অন্যের বিরোধিতায়
       বনে রণবীর, 
খানকা করে লোকালয়ে
       সাজে ভন্ড পীর। 
 

Tuesday, April 9, 2024

বাজে আলেম সম্পর্কে

আপনারা আলেম হয়ে খেঁকিকুত্তার মত কামড়াকামড়ি করেন। তাই বর্তমানে আপনাদেরকে মানুষ বয়কট করে চলছ। আপনাদের এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে জনগণ আপনাদেরকে দেখলে মুগুর নিয়ে নেড়িকুত্তাকে যেভাবে তাড়ায় সেভাবে তাড়াবে। আর আপনাদের মতো নোংরা আলেমদের কারণে প্রকৃত আলগণও অপমানিত হবে এবং বর্তমানে হচ্ছেও।

Monday, April 8, 2024

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা- ২৮

পবিত্র রমজানের সৌহন্যে প্রার্থনা-২৮
       মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হে ক্ষমাশীল, হে দয়াবান,
বিশ্বপ্রভু রাব্বানা,
দুহাত তুলে তোমার নিকট
করছি আজ এ যাচনা,
"দাও আমাকে দৃঢ় ঈমান আর দাও দৃঢ় চেতনা।"
                       কবুল করো প্রার্থনা।।

ঈমান ছাড়া পুণ্যবান লোক
হয় না কভু ভুলোকে,
মরলে হবে এমন লোকের
কঠিন শাস্তি দ্যুলোকে।
এ অবস্থা আমায় তুমি দিয়ো না হে মাওলানা।
                       কবুল করো প্রার্থনা।।

সারা বিশ্বের সব জাতিতে
মেলবন্ধনের দাও বন্যা,
অশান্ত এ বিশ্বে করো
স্থায়ী শান্তির সূচনা।
সিয়াম ব্রতের অসিলায় এ চাওয়ায়  বিমুখ হয়ো না।
                    কবুল করো প্রার্থনা

             .....

Sunday, April 7, 2024

প্রার্থনা

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুব

হে প্রভু, বিশ্বস্রষ্টা, আমি তোমার দাশ
তোমার দরবারে করি প্রার্থনা,
চাই ক্ষমা আর করি তব
অনুগ্রহ কামনা।
             কবুল করো প্রার্থনা।

হে মহান, হে দয়াবান,
তুমিই সর্বদাতা, তোমার দানের নেই
তুলনা। আজীবন আমাকে রেখো আনন্দে ভরপুর করে বর্ষিয়ে তব করুণা।
                কবুল করো প্রার্থনা।

হে সর্বক্ষমতাবান, মম জীবনের 
সবঋতুকে বৃথা যেতে দিও না,
শক্তি দাও এগুলোতে ভালো বীজ বপিতে যেনো মোর যবুথবু শীত ঋতুতে আসে ফসলের বন্যা।
               কবুল করো প্রার্থনা।



Sunday, March 31, 2024

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা -২০

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-২০                       
   মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ইয়া আল্লাহু, ইয়া সাত্তারু,
ইয়া আলিমু, ইয়া গাফ্ফার,
পাক রমজানের অসিলাতে
মাফ করে দাও পাপ আমার।।

আমার মনে জাগিয়ে দাও
ন্যায়-নীতি আর প্রীতিবোধ,
শক্তি সাহস দাও গো আরো
অন্যায় করতে প্রতিরোধ।
তুমি ভিন্ন কাউকে যেনো ভয় না করি আমি আর,
পাক রমজানের অসিলাতে মাফ করে দাও পাপ আমার।।

করো আমার মন আলোময়
কোরান সুন্নার আলোতে,
বিশ্বে জাগাও শান্তির বন্যা
সমাজ, রাষ্ট্রগুলোতে।
ধরায় যেনো মানবতার থাকে শুধু জয় জয়কার,
পাক রমজানের অসিলাতে মাফ করে দাও পাপ আমার।

মানবতার কান্না থামাও
করছি আজ এ প্রার্থনা,
সৃষ্টির সেরা জীবের কান্নায়
ধরা সফল হচ্ছে না।
একারণে তপ্ত মরুর রূপ হয়েছে এ ধরার,
পাক রমজানের অসিলাতে মাপ করে দাও পাপ আমার।।
                  ..........

Saturday, March 30, 2024

কদর রাতের সৌজন্যে

(কদর রাতের সৌজন্যে)

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

কদর রাতে করছি খোদা
তোমার নিকট প্রার্থনা,
দূর করে দাও ধরা থেকে
মুসলমানদের যন্ত্রণা-
                   কবুল করো প্রার্থনা।।

মুসলিম নিধন বিশ্বের অনেক
দেশে চলছে, থামছেনা,
যারা চালায় নিধন কর্ম
দাও তাদেরকে গঞ্জনা।
              কবুল করো প্রার্থনা।।

জীবিতরা ভোগছে শুধু
স্বজন হারার বেদনা,
জাগাও তাদের মনে খোদা
বিয়োগ ব্যাথার শান্তনা-
                        কবুল করো প্রার্থনা।।

শীঘ্রই তাদের রক্ষা কর
ধ্বংসের মুখে রেখো না,
মুক্তি পেতে দাও তাদেরকে
শক্তি, সাহস, চেতনা-
                      কবুল করো প্রার্থনা।।

তাদেরকে দাও ঈমানী বল
একতার দাও প্রেরণা,
জ্ঞান-বিজ্ঞানে খোল তাদের
সুখ-সমৃদ্ধির মোহনা-
                        কবুল করো প্রার্থনা।।

মৃত মুসলিম নর-নারীর 
আত্মায় আযাব দিয়ো না,
করছি আমরা তাদের জন্যে
তোমার কৃপা কামনা।
                         কবুল করো প্রার্থনা।।

পিতা-মাতার জন্যে প্রভু
জান্নাত করছি যাচনা,
পরকালে তারা যেনো
পায় না আদৌ লাঞ্চনা-
                          কবুল করো প্রার্থনা।।

সত্য পথের পথিক করে
রেখো মোমিন-মো'মেনা,
কদর রাতের বরকত থেকে
কাউকে নিরাশ করো না-
                              কবুল করো প্রার্থনা।

দোয়া আমার কবুল করো;
গুনা করো মার্জনা,
কদরে চাই দিদার তোমার
এর বেশি আর চাইবো না-
                            কবুল করো প্রার্থনা।।

চরিত্রবান হওয়ার তরে
বাড়াও মনে এষণা
প্রিয়ভূমি রক্ষার্থেও
দাও সাহসী প্রেষণা-
                          কবুল করো প্রার্থনা।।

বিশ্বে সকল জাতির উপর
ঝরাও প্রীতির ঝরনা,
না হয় যাতে তাদের মাঝে
বাড়াবাড়ির সূচনা-
                       কবুল করো প্রার্থনা।।

হে দয়াবান, তোমার দয়ার
হয় না কোন তুলনা,
বিশ্ববাসী সুখে রেখো
বর্ষণ করো করুণা-
                            কবুল করে প্রার্থনা।।
                      ........

Wednesday, March 27, 2024

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-২

রমজানের সৌজন্যে -২
      ভক্তিগীতি
              মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হে মাহে রমজান!
তোমার মাঝে জাগে ধরায়
খোদাপ্রীতির বান,
পুণ্যকর্মে মুসলিম থাকে
নিবেদিত প্রাণ।
বিশ্বপ্রভুর দয়ার থাকে অফুরন্ত দান-
                         হে মাহে রমজান!

তন্দ্রা যেনো দূর হয়ে যায়
তোমার আগমনে,
খোদার দিদার পেতে মুসলিম
থাকে জাগরণে।
নিঝুম রাতে জেগে মু'মিন পাঠ করে কুরআন-
                         হে মাহে রমজান!

 কদর তোমার অনেক বেশি
হে কোরআনের মাস ,
তোমার মাঝে অধিক ক্ষমা
পায় আল্লাহর দাস।
তাইতো থাকে প্রার্থনাতে মগ্ন মুসলমান,
                        হে মাহে রমজান!

রোজ হাশরে আল্লাহ যখন
হবেন বিচারক,
তখন তুমি সব মুমিনের
থেকো সহায়ক।
সাক্ষ্য দিও রোজাদারের দিতে পরিত্রাণ,
                        হে মাহে রমজান।।

                      .......

Sunday, March 24, 2024

রমজানের সৌজন্যে প্রার্থনা-১৩

    মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী 

ওহে প্রভু!
ধরায় আমরা তোমার ওপর
এনেছি ঈমান,
নামাজ পড়ি, রোজা রাখি
করি তোমার ধ্যান।
আরো করি তোমার ওপর সর্বদা নির্ভর-
ওহে প্রভু, রহম কর আমাদের ওপর।।

আমরা করি হজ্ব পালন আর
জাকাত করি দান,
আজান দিয়ে নামটি তোমার
রাখি মহীয়ান।
জপি তোমার পবিত্র নাম আমরা নিরন্তর-
ওহে প্রভু, রহম কর আমাদের ওপর।।

আমরা পড়ি তোমার কালাম
পবিত্র কোরআন,
মর্ত্যে আমরা নিত্য করি
তোমার গুণ ও গান।
তোমার জন্যে হিজরত  করি, আপন করি পর -
ওহে প্রভু, রহম কর আমাদের ওপর।।

পূর্বে কিন্তু আমরা ছিলাম
বিশ্বসেরা বীর,
ন্যায়-নীতি আর ঐক্যে আমরা
রাখতাম উঁচু শির।
ঐতিহ্যহীন আজ আমরা তাই, শত্রু দেখায় ডর-
ওহে প্রভু, রহম কর আমাদের ওপর।।

দাও আমাদের ঈমানি বল
দাও প্রযুক্তির জ্ঞান,
ঐক্যশক্তি দিয়ে কর
বিশ্বে বলীয়ান।
শান্তির বিশ্ব গড়ার শক্তি দাও হে শক্তিধর!
ওহে প্রভু, রহম কর আমাদের ওপর।

                     .......

Saturday, March 23, 2024

রমজানের প্রার্থনা-১১

রমজানের প্রার্থনা -১১
        মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হে আল্লাহ করুণাময়, সর্বশক্তিমান
তোমার জন্যে করছি পালন সিয়ামে রমজান।।

রোজা, নামাজ, জিকির খোদা
কবুল করো সব,
মাফ করে দাও আমাদের পাপ
এ মাসে হে রব!
দৃঢ় করে দাও গো আরো আমাদের ঈমান--
তোমার জন্যে করছি পালন সিয়ামে রমজান।

তোমার প্রেমে আমরা যেনো
থাকি নিরন্তর,
তোমার ভয়ে কাঁপে যেনো
আমাদের অন্তর।
মনের পশু দমনেরও শক্তি করো দান-
তোমার জন্য করছি পালন সিয়ামে রমজান।।

এ পবিত্র মাসে তুমি
রাখলে কদর রাত,
যে রাত্রিতে কোরআন নাজিল
করলে হে পাক জাত!
করো প্রভু ওই নিশিতে মোদের ভাগ্যবান -
তোমার জন্যে করছি পালন সিয়ামে রমজান।।

জ্ঞান-বিজ্ঞানে রেখো উঁচু
মুসলমানদের শির,
শান্তির বিশ্ব গড়তে তাদের
করো কর্মবীর।
জাগিয়ে দাও তাদের ভেতর ঐক্যশক্তির বান-
তোমার জন্যে করছি পালন সিয়ামে রমজান।।
              ......

Wednesday, March 20, 2024

রমজানের সৌজন্যে প্রার্থনা -৯

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী।

তুমি প্রভু ক্ষমাশীল ও
তুমি দয়াবান,
তোমার দয়ায় পেয়ে থাকে
সবাই পরিত্রাণ।

আমরা তোমার পাপী বান্দা
তুমি মোদের রব,
তোমার নির্দেশ মতে মোদের
জীবন- মরণ সব।
মৃত্যুর পরে মুক্তি মোদের দিও রহমান-
তুমি প্রভু ক্ষমাশীল ও তুমি দয়াবান।।

শয়তানেরই প্ররোচনায়
করেছি ঢের পাপ,
দয়াল মাবুদ, মোদের সেসব
পাপ করে দাও মাফ।
ওসব পাপের ভয়ে মোদের নিত্য কাঁপে প্রাণ-
তুমি প্রভু ক্ষমাশীল ও তুমি দয়াবান।

যদিও হয় পাহাড় সমান
ধরায় মোদের পাপ,
তাওবা করলে তোমার কাছে
পাবো মোরা মাফ।
তাইতো তাওবা করছি কবুল করো হে সুবহান-
তুমি প্রভু ক্ষমাশীল ও তুমি দয়াবান।।

Monday, March 18, 2024

রমজানের সৌজন্যে প্রার্থনা-৭

রমজানের সৌজন্যে প্রার্থনা- ৭
            মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

তুমি বিশ্বের পালনকর্তা
দাতা, দয়াবান
তোমার দানে সচল থাকে
বিশ্বে সকল প্রাণ।
ধরায় নিঃশেষ হয় না তোমার অফুরন্ত দান-
তুমি বিশ্বের পালনকর্তা, দাতা, দয়াবান।।

নানা নামে লোকজন তোমায়
ডাকে এজাহানে,
সে সব নামের অর্থ "স্রষ্টা"
লেখে অভিধানে।
তোমার সেরা নামটি "আল্লাহ্" বলে পাক কোরআন-
তুমি বিশ্বের পালনকর্তা দাতা, দয়াবান।।

তোমার বাণি আল কোরআন যা
নাযিল হয় রমজানে,
তা যে পূর্ণ জীবন-বিধান 
মানলে শান্তি আনে৷  
সবাইকে দাও পাক কালামকে বুঝার মতো জ্ঞান-
তুমি বিশ্বের পালনকর্তা দাতা, দয়াবান।।

রোজা রাখার অসিলাতে
মাফ করে দাও মোরে, 
আজকে আমার এটি চাওয়া 
তোমার পাক দরবারে।
হাশরেও হই না যেন আমি অপমান-
তুমি বিশ্বের পালনকর্তা, দাতা, দয়াবান।।

........

Sunday, March 17, 2024

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-৬

(পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-৬)
                মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

প্রভু তুমি সৃষ্টিকর্তা
তুমি মালিক ও মহান,
দুজাহানে তোমার মতো
নেই দাতা ও দয়াবান।
প্রভু তুমি সৃষ্টিকর্তা, তুমি মালিক ও মহান।।

নিত্য মুক্ত রেখো প্রভু
মোদের অন্তর পাপ থেকে,
বিপথগামী হতে গেলে
সঠিক পথে নাও ডেকে।
পবিত্রও রেখো মোদের হাত, পা, চক্ষু, মুখ ও কান,
প্রভু তুমি সৃষ্টিকর্তা, তুমি মালিক ও মহান।।

কুপ্রবৃত্তি থেকে সবার
মনকে রেখো নিরাপদ,
সঠিক মোমিন হতে মোরা
তোমার কাছে চাই মদদ।
মিথ্যা থেকে বহু দূরে রেখো মেদের অবস্থান--
প্রভু তুমি সৃষ্টিকর্তা, তুমি মালিক ও মহান।।

রোজা রেখে তোমার কাছে
দুহাত তুলে হে পরওয়ার, 
চাই যে শুধু উভয় কালে
তোমার ক্ষমা ও দিদার।
রোজ হাশরে তুমি মোদের দিও রোজার প্রতিদান।
প্রভু তুমি সৃষ্টিকর্তা,  তুমি মালিক ও মহান।।
               ........
তারিখ. ১৩ - ০৩- ২০১৯ খ্রি.

Monday, March 11, 2024

বড় হওয়ার গল্প

স্কুল পালাতো রবীন্দ্রনাথ। নজরুল তো বেশি পড়তেই পারলেন নাই। লালন বুঝলোই না স্কুল কি জিনিস। অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
অ্যান্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি। ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”।
স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাঁকে ক্লাসের বেঞ্চে বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট থেকে টাকা তুলে যোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন একসময়।
সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মঙ্গেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল...!

মোবারক হো মাহে রমজান-১

মোবারক হো মাহে রমজান

       মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
             
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের,
প্রভুর প্রেমে নব আত্মা জাগবে সকল মোমিনের।
পানাহারে চলবে না দিন, তন্দ্রাতে রাত কাটবে না
 সজল নেত্রে যাচবে ক্ষমা সকল মোমিন মোমেনা।
ধরার চাওয়া পাওয়ার মন আজ থাকবে না সব মোমিনের-
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।।

রমজানব্যাপী চলবে তাদের আত্মসংযম প্রশিক্ষণ,
দানধর্ম আর বন্দেগীতে থাকবে তারা সারাক্ষণ।
লক্ষ্য শুধু থাকবে তাদের খোদা প্রীতি  অর্জনের- 
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।।

দুনিয়াতে যতো আছে ভোগবিলাসের মোহের টান
খোদার দিদার পেতে তারা করবে সবই প্রত্যাখ্যান।
এমন দৃঢ় হতে তারা শিক্ষা নিচ্ছে এ মাসের-
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।।

আযাযিল আজ গুমরে গুমরে কাঁদছে শুধু এ ধরায়,
এখন তাকে শেকল বেঁধে রাখা হবে জেল খানায়।
কুমন্ত্রনার শক্তিটা আর থাকবে না এ খবিশের-
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।

পুণ্যকর্মে সব মোমিনের কাটবে সময়  এ মাসে,
স্বর্গীয় সুখ তাদের মাঝে বইতে থাকবে উচ্ছ্বাসে।
এতে তাদের মেলবে প্রমাণ সৃষ্টির সেরা মাখলুকের-
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।

সংযত মুখ রাখবে তারা বলবে না কেউ মন্দ বাত,
দিবা-নিশি চলবে তাদের তসবী, জিকির, তিলাওয়াত,
মরলে এদের পরকালটা হবে মহা আনন্দের
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।।

খুলবে রোজা জান্নাতের দ্বার রুদ্ধ করবে জাহান্নাম,
পরকালে জান্নাত সায়েম পাবে বলছে পাক কালাম।
রোজাদার তাই ভাগ্যবান লোক ইহ-পর দুকালের--
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।।

তাইতো বলছে হৃদয় ভরে ধরায় সকল মুসলমান,
মোবারক হো, মোবারক হো, মহিমাময় হে রমজান!
তোমার জন্যে পাবে সায়েম রাইয়্যান দ্বারটি জান্নাতের।
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।।

        ৷    .....

Sunday, March 10, 2024

বাংলার শরতে-২

    মুহাম্মদ আবদুর মান্নান ইয়াকুবী 

নীলাকাশে শুভ্র শুভ্র মেঘ সেজে ভেলা,
সূরুজের সাথে করে লুকোচুরি খেলা।

থেমে যায় আকাশের অঝোর কাঁদন,
কৃষাণের ক্ষেতে নামে ফসলি প্লাবন।

ঝিলিমিলি রোধ দিনে রাতে জ্যোৎস্নায়,
প্রশান্তি আনে সবার মনমোহনায়।

দিগন্ত প্রসারি মাঠে বাতাসের সঙ্গে,
নাচে কচি ধান চারা হরষে তরঙ্গেছ।

চারদিকে ফুরফুরে মিষ্টি হাওয়ায়,
তৃণে আর পল্লবে নাচন চালায়।

সমীরণে নেই ধুলো আর অগ্নিতাপ হৃদয়েও থাকে না কারো বেদনার চাপ

হালকা কুয়াশাবৃত থাকে ভোরবেলা,
ঘাসের ডগায় থাকে শিশিরের মেলা।

রবির আলোয় প্রাতে শিশিরের বিন্দু
ঘাসঢাকা মাঠ করে মুক্তাবৎ সিন্ধু।

বিলেঝিলে প্রস্ফুটিত  রূপ শাপলার 
ম্লান করে অপরূপ ব্যোমের তারার।

জলেভাসা দাম থেকে বেগুনি সজ্জায়
মাথা তুলে কলমির কুঁড়িটা দাঁড়ায়,

জুঁই, কেয়া, হাস্নাহেনা, শিউলি, মালতি,
বনরাজি করে রাখে সুশোভিত অতি।

মাধবি বকুল ফুল ফোটে বনে বনে,
কামিনির ঘ্রাণে মন ভরে নিশিক্ষণে।
,
ধবধবে শ্বেতপরী ফুটন্ত কাশফুল, 
নাচিয়ে মাতিয়ে  রাখে খাল নদীকুল।

বাতাসের সাথে এরা প্রাণ খোলে নাচে
পরীনাচ হার মানে এ নাচের কাছে।

কুড়িয়ে শিউলিফুল প্রাতে পল্লিবালা,
গলা ও খোঁপায় পরে গেঁথে এর মালা।

আমড়া, পেয়ারা, তাল,বেল, কামরাঙ্গা
আরো নানা ফুলে ফলে বঙ্গ থাকে চাঙ্গা।

ভরা নদী দিয়ে তরি ঢেউ তোলে চলে,
ডিঙ্গি নৌকা থেকে জেলে জাল ফেলে জলে।

 চকাচকি, গাঙচিল আর বালিহাস,
কানন থাকে পাখির গানে মুখরিত,
শান্ত নিসর্গে সবার মনে করে প্রীত।

সৌম্য শরতে রূপের থাকে ঝলকানি,
তাই তাকে বাংলায় বলি ঋতুরাণী।












Tuesday, February 27, 2024

এয়াকুব নগর, আমার গ্রাম

এয়াকুব নগর, আমার গ্রাম
       মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ধরার মাঝে গ্রামটি আমার
     খোদার সেরা দান,
শ্যামল রূপের বাহারটি এর
     দেখলে জুড়ায় প্রাণ।

প্রকৃতি দেয় নিত্য একে
        অমূল্য রতন,
তাই এখানে হয় না লোকের
       অভাব-অনটন।

আমার গ্রামের কৃষিভূমি
   বন, বাগান আর জল,
সবার জন্যে আহার যোগায়,
    মনে জাগায় বল।

এর মাটিতে কৃষাণেরা ফলায়
      সোনার ফসল,
গ্রামবাসীদের মাঝে নামায়
         সচ্ছলতার ঢল।

নানা জাতের শাক-সব্জি আর
     নানা স্বাদের ফল,
সব ঋতুতে পায় আমদের
      গ্রামের লোক সকল।

এখানে লোক বন্ধুসুলভ 
       কর্মঠ আর ত্যাগী,
সুখ ও দু:খের মাঝে সবার
        চলে ভাগাভাগি।

রূপবৈচিত্রের পাখপাখালি
   আমার গ্রামে আছে,
সুখে জীবন কাটায় এরা
    ফুল-ফলাদির গাছে।

নানা পাখি নানা সুরের
    মধুর গান শুনায়,
এদের গানে ঊষা জাগে
    দিবস বিদায় পায়।।

রাতে ঝোপঝাড় জোনাকিরা
      সাজায় তারার আকাশ,
কী অপরূপ দৃশ্য যে তা
       দেখলে মন হয় উদাস।

বুক চিরে এর চলে গেছে
   দেশের রেল সড়ক,
মধুর ধ্বনি শুনায় রেলে
    ঝক্-ঝকা-ঝক্ ঝক্।

নিশিতে এ গ্রামে হাঁকে 
      শেয়াল শত শত,
ভাবটা যেনো দেখায় তারা
      রাত প্রহরীর মত।

ধর্ম-কর্ম, শিক্ষা-দীক্ষায়
        আলোকিত এ গ্রাম,
তাইতো এতো উন্নত আর
        গর্বিত এর নাম।

পূবপাশে এর আছে পাহাড়
   পশ্চিমে ট্রাংক সড়ক,
মাঝে গাছের মেলায় নিবাস
     দেখায় দারুণ চমক।

এর বাগানের বৃক্ষে ফোটে
     রঙ-বেরঙের ফুল,
এদের রূপের আকর্ষণে
      মন করে ব্যাকুল।

দিনের বেলায় আকাশরাজ আর
     নিশিতে তার রাণী,
অতি উজ্জ্বল রাখে আমার
      এ প্রিয় গ্রামখানি।

রূপমাখা এ গ্রামটি খ্যাত
   এয়াকুব নগর নামে,
তাইতো বলতে মন ভরে যায়
     জন্মেছি এ গ্রামে।

                 .....

Friday, February 23, 2024

বাংলার অবস্থান

বাংলার অবস্থান


মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বাংলাটা থাকছে না
               বাংলার স্থানে,
কি যে হবে পরিণতি
                সৃষ্টিকর্তা জানে।

ইংরেজি শব্দ কিছু
              বাক্যে দিয়ে স্থান ,
কেউ যদি বলে কথা
              বাড়ে যেন মান।

আধুনিক নর-নারী
              বঙ্গে সবখানে ,
এ ভাবে কথা বলে
              কৌলীন্যের জ্ঞানে।

কাকের কন্ঠে কোকিল
                গায় যদি গান ,
মোহিত হবে না তার
               গানে কারো প্রাণ।

প্রতিদিন থাকলে সে
               বিভোর এ ধ্যানে,
ধরায় থাকবে তার
                জাত অপমানে।

কাক এতে হয়ে যাবে
                গর্বে মহীয়ান,
 অথচ বিহগে থাকে
                নিচে তার স্থান।

প্রমিত বাংলা তাই
               বল সাবধানে ,
বাংলিশ একে যেন
              পতনে না টানে ।
                ........

Thursday, February 15, 2024

ঋতুরাজের আগমনে

ঋতুরাজের আগমনে

      মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রংবেরঙের ফুটছে ফুল আজ বাগানে,
বসন্তের গান গাচ্ছে কোকিল সবখানে।
ফুলের শোভায় বাগান দেখায় মনোরম
অলিদের তাই হচ্ছে দারুণ সমাগম।
প্রকৃতিও আছে রূপের সাজ পরে,
দেখলে জাগে খুশিতে ঢেউ অন্তরে।
মলয় থেকে বইছে বাতাস সুমধুর,
মন থেকে যা বিষন্নতা করছে দূর।
হিমেল হাওয়া লেজ গুটিয়ে আজ পালায়,
বঙ্গ এতে প্রাণচাপল্য ফিরে পায়।

                       .......

Sunday, February 4, 2024

Different between 'Luxuriant' and 'Luxurious'

Luxuriant or LuxuriousLuxuriant means "characterized by thick or abundant growth." It is usually applies to the growth of plants, fur, or hair. The noun form is luxurianceLuxurious means "characterized by wealth and comfort," more directly from our modern word luxury.