মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী।
তুমি প্রভু ক্ষমাশীল ও
তুমি দয়াবান,
তোমার দয়ায় পেয়ে থাকে
সবাই পরিত্রাণ।
আমরা তোমার পাপী বান্দা
তুমি মোদের রব,
তোমার নির্দেশ মতে মোদের
জীবন- মরণ সব।
মৃত্যুর পরে মুক্তি মোদের দিও রহমান-
তুমি প্রভু ক্ষমাশীল ও তুমি দয়াবান।।
শয়তানেরই প্ররোচনায়
করেছি ঢের পাপ,
দয়াল মাবুদ, মোদের সেসব
পাপ করে দাও মাফ।
ওসব পাপের ভয়ে মোদের নিত্য কাঁপে প্রাণ-
তুমি প্রভু ক্ষমাশীল ও তুমি দয়াবান।
যদিও হয় পাহাড় সমান
ধরায় মোদের পাপ,
তাওবা করলে তোমার কাছে
পাবো মোরা মাফ।
তাইতো তাওবা করছি কবুল করো হে সুবহান-
তুমি প্রভু ক্ষমাশীল ও তুমি দয়াবান।।
No comments:
Post a Comment