Wednesday, March 27, 2024

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-২

রমজানের সৌজন্যে -২
      ভক্তিগীতি
              মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হে মাহে রমজান!
তোমার মাঝে জাগে ধরায়
খোদাপ্রীতির বান,
পুণ্যকর্মে মুসলিম থাকে
নিবেদিত প্রাণ।
বিশ্বপ্রভুর দয়ার থাকে অফুরন্ত দান-
                         হে মাহে রমজান!

তন্দ্রা যেনো দূর হয়ে যায়
তোমার আগমনে,
খোদার দিদার পেতে মুসলিম
থাকে জাগরণে।
নিঝুম রাতে জেগে মু'মিন পাঠ করে কুরআন-
                         হে মাহে রমজান!

 কদর তোমার অনেক বেশি
হে কোরআনের মাস ,
তোমার মাঝে অধিক ক্ষমা
পায় আল্লাহর দাস।
তাইতো থাকে প্রার্থনাতে মগ্ন মুসলমান,
                        হে মাহে রমজান!

রোজ হাশরে আল্লাহ যখন
হবেন বিচারক,
তখন তুমি সব মুমিনের
থেকো সহায়ক।
সাক্ষ্য দিও রোজাদারের দিতে পরিত্রাণ,
                        হে মাহে রমজান।।

                      .......

No comments: