রমজানের সৌজন্যে প্রার্থনা- ৭
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
তুমি বিশ্বের পালনকর্তা
দাতা, দয়াবান
তোমার দানে সচল থাকে
বিশ্বে সকল প্রাণ।
ধরায় নিঃশেষ হয় না তোমার অফুরন্ত দান-
তুমি বিশ্বের পালনকর্তা, দাতা, দয়াবান।।
নানা নামে লোকজন তোমায়
ডাকে এজাহানে,
সে সব নামের অর্থ "স্রষ্টা"
লেখে অভিধানে।
তোমার সেরা নামটি "আল্লাহ্" বলে পাক কোরআন-
তুমি বিশ্বের পালনকর্তা দাতা, দয়াবান।।
তোমার বাণি আল কোরআন যা
নাযিল হয় রমজানে,
তা যে পূর্ণ জীবন-বিধান
মানলে শান্তি আনে৷
সবাইকে দাও পাক কালামকে বুঝার মতো জ্ঞান-
তুমি বিশ্বের পালনকর্তা দাতা, দয়াবান।।
রোজা রাখার অসিলাতে
মাফ করে দাও মোরে,
আজকে আমার এটি চাওয়া
তোমার পাক দরবারে।
হাশরেও হই না যেন আমি অপমান-
তুমি বিশ্বের পালনকর্তা, দাতা, দয়াবান।।
........
No comments:
Post a Comment