মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
ওহে প্রভু!
ধরায় আমরা তোমার ওপর
এনেছি ঈমান,
নামাজ পড়ি, রোজা রাখি
করি তোমার ধ্যান।
আরো করি তোমার ওপর সর্বদা নির্ভর-
ওহে প্রভু, রহম কর আমাদের ওপর।।
আমরা করি হজ্ব পালন আর
জাকাত করি দান,
আজান দিয়ে নামটি তোমার
রাখি মহীয়ান।
জপি তোমার পবিত্র নাম আমরা নিরন্তর-
ওহে প্রভু, রহম কর আমাদের ওপর।।
আমরা পড়ি তোমার কালাম
পবিত্র কোরআন,
মর্ত্যে আমরা নিত্য করি
তোমার গুণ ও গান।
তোমার জন্যে হিজরত করি, আপন করি পর -
ওহে প্রভু, রহম কর আমাদের ওপর।।
পূর্বে কিন্তু আমরা ছিলাম
বিশ্বসেরা বীর,
ন্যায়-নীতি আর ঐক্যে আমরা
রাখতাম উঁচু শির।
ঐতিহ্যহীন আজ আমরা তাই, শত্রু দেখায় ডর-
ওহে প্রভু, রহম কর আমাদের ওপর।।
দাও আমাদের ঈমানি বল
দাও প্রযুক্তির জ্ঞান,
ঐক্যশক্তি দিয়ে কর
বিশ্বে বলীয়ান।
শান্তির বিশ্ব গড়ার শক্তি দাও হে শক্তিধর!
ওহে প্রভু, রহম কর আমাদের ওপর।
.......
No comments:
Post a Comment