Saturday, March 23, 2024

রমজানের প্রার্থনা-১১

রমজানের প্রার্থনা -১১
        মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হে আল্লাহ করুণাময়, সর্বশক্তিমান
তোমার জন্যে করছি পালন সিয়ামে রমজান।।

রোজা, নামাজ, জিকির খোদা
কবুল করো সব,
মাফ করে দাও আমাদের পাপ
এ মাসে হে রব!
দৃঢ় করে দাও গো আরো আমাদের ঈমান--
তোমার জন্যে করছি পালন সিয়ামে রমজান।

তোমার প্রেমে আমরা যেনো
থাকি নিরন্তর,
তোমার ভয়ে কাঁপে যেনো
আমাদের অন্তর।
মনের পশু দমনেরও শক্তি করো দান-
তোমার জন্য করছি পালন সিয়ামে রমজান।।

এ পবিত্র মাসে তুমি
রাখলে কদর রাত,
যে রাত্রিতে কোরআন নাজিল
করলে হে পাক জাত!
করো প্রভু ওই নিশিতে মোদের ভাগ্যবান -
তোমার জন্যে করছি পালন সিয়ামে রমজান।।

জ্ঞান-বিজ্ঞানে রেখো উঁচু
মুসলমানদের শির,
শান্তির বিশ্ব গড়তে তাদের
করো কর্মবীর।
জাগিয়ে দাও তাদের ভেতর ঐক্যশক্তির বান-
তোমার জন্যে করছি পালন সিয়ামে রমজান।।
              ......

No comments: