Sunday, March 17, 2024

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-৬

(পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-৬)
                মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

প্রভু তুমি সৃষ্টিকর্তা
তুমি মালিক ও মহান,
দুজাহানে তোমার মতো
নেই দাতা ও দয়াবান।
প্রভু তুমি সৃষ্টিকর্তা, তুমি মালিক ও মহান।।

নিত্য মুক্ত রেখো প্রভু
মোদের অন্তর পাপ থেকে,
বিপথগামী হতে গেলে
সঠিক পথে নাও ডেকে।
পবিত্রও রেখো মোদের হাত, পা, চক্ষু, মুখ ও কান,
প্রভু তুমি সৃষ্টিকর্তা, তুমি মালিক ও মহান।।

কুপ্রবৃত্তি থেকে সবার
মনকে রেখো নিরাপদ,
সঠিক মোমিন হতে মোরা
তোমার কাছে চাই মদদ।
মিথ্যা থেকে বহু দূরে রেখো মেদের অবস্থান--
প্রভু তুমি সৃষ্টিকর্তা, তুমি মালিক ও মহান।।

রোজা রেখে তোমার কাছে
দুহাত তুলে হে পরওয়ার, 
চাই যে শুধু উভয় কালে
তোমার ক্ষমা ও দিদার।
রোজ হাশরে তুমি মোদের দিও রোজার প্রতিদান।
প্রভু তুমি সৃষ্টিকর্তা,  তুমি মালিক ও মহান।।
               ........
তারিখ. ১৩ - ০৩- ২০১৯ খ্রি.

No comments: