Thursday, December 28, 2023

বাংলা আমার

বাংলা আমার

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বাংলা আমার মুখের ভাষা;
       আমার পরিচয়,
বাংলা নিয়ে জন্মেছি তাই
        গর্বিত হৃদয়।

বাংলা আমার উৎসাহ আর
      বাংলা বিনোদন,
বাংলাতে হই উদার, জ্ঞানী
    বীর ও সচেতন।

বাংলায় আমি পূর্ণতা পাই
     অন্তরে পাই সুখ,
বাংলায় দেখি সততার পথ
     আর সাফল্যের মুখ।

বাংলা আমার গান-আবৃত্তি
    আর যাচনার বাহন,
বাংলায় কেঁদে প্রার্থনাতে
   কাঁপাই প্রভূর আসন।

বাংলায় থাকি ধ্যানে মগন
    বাংলায় কাঁদি, হাসি,
বাংলায় লিখে, পড়ে, শিখে
    স্বপ্নের রাজ্যে ভাসি।

বাংলা আমার ভাবের প্রকাশ
     শক্তি এবং রূপ,
বাংলায় ভাষণ দিয়ে কাড়ি
       জনতার মন খুব।

বাংলা আমার জীবনসঙ্গী
      দুঃসাহস আর প্রীতি,
বাংলা আমার নিজ জীবনের
       ব্যাখ্যা ও বিবৃতি।

বাংলা আমার অনুভূতি
      অন্তরে এর স্থান,
প্রতিজ্ঞা তাই করছি একে
         রাখবো সুমহান।
             ......

কৌশলের শক্তি

     কৌশলই সাপের মন্ত্র।
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সাপ খুঁজতে ভাই গর্ত ফেলে
      দেখলে তাতে সাপ,
না জানলে সাপ ধরার কৌশল
     করবে না সে মাফ।

ফেনা তোলে মারবে ছোবল
       থাকবে না আর প্রাণ,
তাইতো আগে সাপ ধরতে ভাই
      থাকতে হয় সাবধান।

সাপ ধরতে যে মন্ত্র লাগে
     বলে থাকে যারা,
নিশ্চয় সেরা মিথ্যুক এবং
     ভন্ড হলো তারা।

সর্প ধরার জানলে কৌশল
       সমস্যা নেই আর,
আজীবন সাপ করবে তোমার
        বশ্যতা স্বীকার।