কৌশলই সাপের মন্ত্র।
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
দেখলে তাতে সাপ,
না জানলে সাপ ধরার কৌশল
করবে না সে মাফ।
ফেনা তোলে মারবে ছোবল
থাকবে না আর প্রাণ,
তাইতো আগে সাপ ধরতে ভাই
থাকতে হয় সাবধান।
সাপ ধরতে যে মন্ত্র লাগে
বলে থাকে যারা,
নিশ্চয় সেরা মিথ্যুক এবং
ভন্ড হলো তারা।
সর্প ধরার জানলে কৌশল
সমস্যা নেই আর,
আজীবন সাপ করবে তোমার
বশ্যতা স্বীকার।
No comments:
Post a Comment