Wednesday, October 25, 2023

কৌশলই সাপ ধরার মন্ত্র

কৌশলই সাপ ধরার মন্ত্র
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সাপ ধরতে ভাই গর্ত ফেলে
     দেখলে সেথা সাপ,
না জানলে তা ধরার কৌশল
      করবে না সে মাফ।

ফেনা তোলে মারবে ছোবল
      থাকবে না আর প্রাণ,
তাইতো সাপকে ধরার আগে
      থাকতে হয় সাবধান।

ধরতে তাকে মন্ত্র লাগে
    বলে থাকে যারা,
নিশ্চয় বোকা, ভন্ড এবং
    মিথ্যুক হলো তারা।

সর্প ধরার কৌশল জানলে
     সমস্যা নেই আর,
নিমিষে সাপ ধরতে পারবে
     মন্ত্রের নেই দরকার।
             .....
তারিখ. ২১শে অক্টোবর ২০২৩ খ্রী.)

No comments: