ফুটলে বুকে প্রেমের কলি
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
ফুটলে বুকে প্রেমের কলি,
যথার্থ প্রেম তাকেই বলি।
এমন প্রেমের প্রেমিক যারা,
সত্যিই সফল ব্যক্তি তারা।
সুখে তাদের হাসবে আকাশ,
প্রেমের গীতি গাইবে বাতাস।,
ফুটবে হাসি চাঁদের মুখে,
আসবে জোয়ার সাগর বুকে।
জেগে ভোরে কিরণমালী,
দুঃখের ভান্ডার করবে খালি।
ঢেলে রত্ন রাশি রাশি।
হাসবে জগত খুশির হাসি।
No comments:
Post a Comment