Sunday, April 3, 2022

পহেলা রমজানের সৌজন্যে

পহেলা রমজানের সৌজন্যে
           মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের,
প্রভুর প্রেমে নব আত্মা জাগবে সকল মোমিনের।

পানাহারে চলবে না দিন, তন্দ্রাতে রাত কাটবে না,
 সজল নেত্রে যাচবে ক্ষমা সকল মোমিন-মোমেনা।
পরকালে মুক্তি পেতে কাঁদবে শুধু মন তাদের,
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।

রমজানব্যাপী চলবে তাদের আত্মসংযম প্রশিক্ষণ,
দানধর্ম আর বন্দেগীতে থাকবে তারা সারাক্ষণ।
লক্ষ্য শুধু থাকবে তাদের খোদা প্রীতি  অর্জনের- বছর গুরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।।

এ দুনিয়ার সকল প্রকার ভোগবিলাসের মোহের টান,
খোদার দিদার পেতে মুমিন করবে সবই প্রত্যাখ্যান।
এমন দৃঢ় হতে তারা শিক্ষা নিচ্ছে এ মাসের-
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।।

আযাযিল আজ গুমরে গুমরে কাঁদছে শুধু এ ধরায়,
এখন তাকে শেকল বেঁধে রাখা হবে জেল খানায়।
কুমন্ত্রনার শক্তিটা আর থাকবে না এ খবিশের-
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।

পুণ্যকর্মে সব মোমিনের কাটবে সময়  এ মাসে,
স্বর্গীয় সুখ তাদের মাঝে বইতে থাকবে উচ্ছ্বাসে।
এতে তাদের মেলবে প্রমাণ সৃষ্টির সেরা মাখলুকের-
বছর ঘোরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।

সংযত মুখ রাখবে তারা বলবে না কেউ মন্দ বাত,
দিবা-নিশি চলবে তাদের তসবী, যিকির, তিলাওয়াত,
মরলে এদের পরকালটা হবে মহা আনন্দের,
বছর ঘুরে আত্মশুদ্ধির মাস এলো ফের রমজানের।।

খুলবে রোজা জান্নাতের দ্বার রুদ্ধ করবে জাহান্নাম,
রোজাদারগণ পাবে জান্নাত ঘোষণা দেয় পাক কালাম।
তারা অতি ভাগ্যবান লোক ইহ-পর দুকালের, 
বছর ঘুরে আত্মশুদ্ধির  মাস এলো ফের রমজানের।  

               ......