প্রিয় নীচমতি মাঠকাঁপানো কতিপয় ঠনঠনে আলেম যারা খালি কলসির মত বাজেন বেশি, তাদের প্রতি হেদায়েতর উদ্দেশ্যে রইলো আমার দোয়া ও সালাম আর ঘৃণামাখা প্রীতি ও শুভেচ্ছা।
আমি একজন অজ্ঞ লোক। আমার মত লোকদেরকে আপনারা নালায়েক বা আওয়ামের দল বলে থাকেন। তাই ভয়ে ভয়ে আপনাদের বিরুদ্ধে আজ আমি কলম ধরতে যাচ্ছি। হয়তো আমার কলমের খোঁচায় আর এর কালির ছিটকায় আপনাদের ধবধবে সাদা অথবা নানা রঙের আলখেল্লা আপনারা যারা যে রঙের পরে থাকেন তা হয়তো নষ্ট বা বিশ্রী হয়ে যেতে পারে। তবে অসুবিধে নেই, আমার মত গণ্ডমূর্খ একজন লেখকের কলমের কালিতে আপনাদের পবিত্র আলখেল্লা মোবারক নষ্ট হলেও তা অতি অল্প দামী সাবান দ্বারা ধৌত করলে নিমিষে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ।
যাহোক,আপনাদের ব্যাপারে আমার প্রথম বক্তব্য হলো, আর্পনারা আলেম হয়ে একজন আরেক জনের বিরুদ্ধে খেঁকিকুকুরের মত কামড়াকামড়ি করেন কেন? । আপনাদের মধ্যে খুব কম সংখ্যক আলেম রয়েছেন যারা খুবই দক্ষ এবং হাক্কানী। এদের মধ্যে কোনো কামড়াকামড়ি বা দলাদলি নেই; এরা হক কথা বলেন, মানুষকে সঠিক পথের দিশা দেন। এদের থাকে না দুনিয়ার লোভ -লালসা, এরা নিজেরা চলেন কোরআন ও সুন্নাহর বিধান মেনে এবং অন্যদেরকেও অনুরূপভাবে চলার জন্যে উদ্ভুদ করে থাকেন। এদের আদেশ-নিষেধ, এবং পরামর্শ মানুষ আন্তরিকতার সাথে গ্রহণ করেন। তাই এদের প্রতি থাকে মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা যা আপনারা অর্জন করতে পরেন নি।তাদের প্রতি জনতার এ অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা দেখে আপনারা তেলে বেগুনের জ্বলে ওঠেন ; তাদের বিরুদ্ধে মিথ্যাচার করেন, শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে আপনারা জিহাদে ফি ছাবিলিশ শয়তানও ঘোষণা করে থাকেন।
তাঁরা সংখ্যায় অতি নগন্য। তাঁদের শক্তিসামর্থ, ধনজন ও গাড়িবাড়ি আপনাদের মতো নেই। তাদের লোভ লালসা নেই। উপরি পাওয়ার আশাও তাঁরা পোষণ করেন না।
বর্তমানে আপনাদেরকে মানুষ বয়কট করে চলছে। আপনাদের এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে জনগণ আপনাদেরকে দেখলে মুগুর নিয়ে নেড়িকুত্তাকে যেভাবে তাড়ায় সেভাবে তাড়াবে। আর আপনাদের মতো নোংরা আলেমদের কারণে প্রকৃত আলগণও অপমানিত হবে এবং বর্তমানে হচ্ছেও। আপনাদের মধ্যে অনেকে অন্যদের দ্বারা আয়োজিত মাহফিলে বক্তা হিসেবে ওয়াজ করতে গিয়ে তাদের থেকে মোটা অংকের টাকা নিয়ে থাকেন। আর মাহফিলে গিয়ে জনগণকে হেদায়েতর জন্যে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য না দিয়ে দক্ষ ও পরহেজগার আলেমদেরকে
বিনা কারণে আপনাদের প্রতিপক্ষ মনে করে তাদের সমালোচনা করেন; তাদের বিরুদ্ধে মিথ্যাচার করেন; তাদেরকে অশ্রাব্য ভাষায় গালি-গালাজ করেন ; তাদেরকে অপমান করার জন্যে মরিয়া হয়ে ওঠেন।
এ শুধু শয়তান নয়, শয়তানের নাতিন জামাইও বটে। তাই সে ওয়াজ করার সময় জিকিরের নামে ব্যাঙের মতো লাফালাফি করে ইসলামের অলি আউলিয়াদেরক বাবা সম্বোধন করে তাদের নামে জিকির করে তাকে ও তার মাহফিলে উপস্থিত জনতাকে ইমান হারা করে। যেমন, জিকিরে সে বলে, "খাজা বাবা" আর মাহফিলে উপস্থিত লোকেরা বলে, ' আল্লাহ। মেরালি বাবা, "আল্লাহ"।গোলাপ শাহ বাবা, " আল্লাহ"। ইত্যাদি, ইত্যাদি। এ জিকির দ্বারা ইসলামের এসব আউলিয়াগণকে সে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 'আল্লাহ' হিসেবে দাঁড় করাতে চায়। এছাড়াও সে বাউলগীতি, পল্লিগীতি, লোকগীতি ও প্রেমের গীতির চর্চা করে মাহফিলের পবিত্রতা নষ্ট করে। তার মুখে ঝাড়ু, জুতা ও থুথু নিক্ষেপ করা দরকার।
No comments:
Post a Comment