সাবধান বাণী
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
অধিকাংশ আলেম এখন
দেখা যায় পথভ্রষ্ট,
যাদের দ্বারা হচ্ছে ধর্মের
ঐতিহ্য বিনষ্ট।
তাদের থাকে টাকার লিপ্সা
এলেমের স্বল্পতা,
কথা, কর্ম আর চিন্তায় নেই
মোটেও সততা।
বেশভূষাতে সাজে অলি
আর করে ভণ্ডামি,
স্বার্থ রক্ষায় পর ঠকাতে
করে সব নোংরামি।
ঐক্য, সংযম, উদারতা
সামাজিক সম্প্রীতি,
দেখা যায় না তাদের মাঝে
এসব রীতি-নীতি।
একে অন্যের বিরোধিতায়
বনে রণবীর,
লোকালয়ে খানকা খোলে
সাজে ভন্ড পীর।
মন্দ ছাড়া ভালো কথা
কয় না এরা মুখে
অন্যের সুখের খবর শুনলে
থাকে মহা দুঃখে।
তাদের ওয়াজের বিষয়বস্তু
থাকে গান আর গালি,
কারণ তাদের কোরান-সুন্নার
এলেম থাকে খালি।
আমল-আখলাস বিচারে হয়
এরাই অধার্মিক,
ইসলামের নয় সেবক তারা
দাও তদেরকে ধিক।
সত্য-মিথ্যা পরখ করতে
হাদিস-কোরআন পড়ো,
সে মোতাবেক আমল করে
পুণ্য জীবন গড়ো।
কোরান সুন্নায় বিজ্ঞ পীরের
করলে অনুস্মরণ,
ইহকাল আর পরকালে
সার্থক হবে জীবন।
ভণ্ড আলেম মেনে চললে
হারাবে ঈমান,
জাহান্নামে জ্বলতে হবে
সাবধান মুসলমান।
Most of the Alims are now
Observed astryed
And by whom the religious
Tradition is fully destroyed.
They greed for money and lack
The religious knowledge,
And they're not honest in words
Action and thoughts always.
They look guides in Their getup
But hypocrites really,
And for self-seeking, they cheat
With men shamelessly,
Unity, modesty, generosity
And social amity,
Remsinn out of their character
All thes activities.
,
No comments:
Post a Comment