মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
লোকের কথায় অকবিটার
মনটা ছোট হয়,
যেহেতু তার কাব্যে সবার
মন করে না জয়।
তাদের মতে মানহীন লেখায়
করবে তাকে নিঃস্ব,
কারণ, এমন লেখার মূল্য
দেয় না কিন্তু বিশ্ব।
তার লেখার যে মান ভাল না
নিত্য লোকজন দেখে,
তাইতো তাকে না লেখতে আর
বলে তারা ডেকে।
মুগ্ধ করতে ব্যর্থ হলে
লেখায় সবার মন,
দুঃখের অনল অকবিকে
পুড়বে আজীবন।
No comments:
Post a Comment