মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
মিয়ানমারের জনগণ যে
সেরা হিংস্র আজ,
বাস্তবে তা দেখতে পেলো
বিশ্বের লোকসমাজ।
মনুষ্যত্বের বোধ নেই তাদের
হৃদয়ও পাষাণ,
রোহিঙ্গাদের হত্যায় তারা
করছে তা প্রমাণ।
এদের উপর চালায় তারা
নিষ্ঠুর নির্যাতন,
যে নির্যাতন দেখলে সবার
কেঁদে ওঠে মন।
ধরায় তাদের মত এমন
জাতি নেই উন্মাদ,
তাই তাদেরকে বিশ্বে সবাই
জানায় নিন্দাবাদ।
ইতিহাসও গড়ছে তারা
পাশবিকতার,
সব যুগে তাই পাবে তারা
মানুষের ধিক্কার।
এখন থেকে বিশ্ববাসীর
নিকট থাকবে তারা,
ঝাড়ু, জুতো, লাঠিপেটা
এবং থুথু মারা।
............
No comments:
Post a Comment