Tuesday, September 19, 2017

মুসলিম জাগরণের গান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

জাগরে এখন বিশ্বমুসলিম
হয়ে যা দুর্বার,
বীরের বেশে পথের বাধা
কর্ সবে চুরমার,
শক্তিতে আজ দেখা তোদের
নেই যে জুড়ি আর-
               জাগরে এখন বিশ্বমুসলিম
                হয়ে যা দুর্বার।।

বিশ্বব্যাপী লয়ের তুফান
বইতেছে দেখ ওই,
গর্জনে এর শোনায় আওয়াজ,
মুসলিমেরা কই।
এটি যেন করবে তোদের
নিমিষে ছারখার-
                জাগরে এখন বিশ্বমুসলিম
                হয়ে যা দুর্বার।।

এ তুফানে ইরাক, আফগান
লন্ডভন্ড ধরায়,
সিরিয়া আর ইয়ামেন পঙ্গু
হয়ে যায় এর হানায়।
মরার মত রাখছে আরো
মুসলিম আফ্রিকার-
              জাগরে এখন বিশ্বমুসলিম
              হয়ে যা দুর্বার।।

কাশ্মীরে দেখ্ এর তান্ডবে
অবস্থা বেহাল,
পাখির মত মরছে মুসলিম
হায়! পোড়া কপাল।
রোহিঙ্গাদের রক্তে এটি
ভাসায় মিয়ানমার-
              জাগরে এখন বিশ্বমুসলিম
               হয়ে যা দুর্বার।।

 সংখ্যালঘু রোহিঙ্গাদের
মিয়ানমারে বাস,
বিনা দোষে এখন তারা
হারায় নিজ আবাস।
মুসলিম বিধায় নিজ দেশে আজ
পায় না অধিকার-
              জাগরে এখন বিশ্বমুসলিম
              হয়ে যা দুর্বার।। 

মিয়নমারের মুসলমানগণঝ

হয়ে কচুকাটা,

জীবন নাশের কালোমেঘে
আছে তারা ঢাকা।
পথও পায় না আপন দেশ
যেতে পুনর্বার। 
             জাগরে এখন বিশ্বমুসলিম
             হয়ে যা দুর্বার।।

শান্তির নোবেল পেয়ে সুচীর
চোখ দুটো আজ অন্ধ,
পাচ্ছে না তার নাসিকাও
মানবতার গন্ধ।
তার ইন্ধনে মিয়ানমারে
মুসলিম খাচ্ছে মার-
          জাগরে এখন বিশ্বমুসলিম
           হয়ে যা দুর্বার।।

মুসলিম প্রশ্নে জাতিসংঘ
কানে লাগায় তালা,
তাই মুসলিমদের বিপদে এর
মন করে না জ্বালা।
চায় সে ধরায় রুদ্ধ রাখতে
মুসলিম জাতির দ্বার-
            জাগরে এখন বিশ্বমুসলিম
            হয়ে যা দুর্বার।।

না মেনে আজ ওরে মুসলিম
কোরান-সুন্নার বাণি,
হচ্ছে তোদের গ্লানিভরা
ধরায় জীবনখানি।
মেনে চল্ এ গ্রন্থ দুটি
আসবে সুখ অপার-
                জাগরে এখন বিশ্বমুসলিম
                 হয়ে যা দুর্বার।।

আর কত কাল থাকবি মুসলিম
বিশ্বে এমন নাশে,
জ্ঞান-বিজ্ঞান আর প্রযুক্তিতে
সামনে চল্ উচ্ছ্বাসে।
নইলে তোরা খেতে থাকবি
শুধু মার আর মার।
               জাগরে এখন বিশ্বমুসলিম
                হয়ে যা দুর্বার।।
                 
ভয় করিস না ওরে মুসলিম
রাসূলের উম্মত
দেহে রাখ্ তোর ব্যঘ্রশক্তি
অন্তরে হিম্মৎ।
নামরে মাঠে হয়ে এখন
খালিদ ও হায়দার-
          জাগরে এখন বিশ্বমুসলিম
           হয়ে যা দুর্বার।।

দেখবি তবে তাগুত তুফান,
পালাবে তোর ভয়ে,
ধরায় এতে থাকবি তোরা
নতুন নতুন জয়ে।
সারা বিশ্বে বইতে থাকবে
সুখ-শন্তির  জোয়ার-
            জাগরে এখন বিশ্বমুসলিম
             হয়ে যা দুর্বার।।

এক্ষুনি জাগ ঐক্যের সাথে
হায়দরি হাঁক হেঁকে ,
রক্ষা কর্ তোর নিজ ঐতিহ্য
জীবন বাজি রেখে।
তোলরে সবে শক্তির ধ্বনি
আল্লাহু আকবার-
           জাগরে এখন বিশ্বমুসলিম
            হয়ে যা দুর্বার।।
                    

                ....... 

No comments: