Monday, September 11, 2017

গৌতম বুদ্ধকে

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

এসো ওহে গৌতম বুদ্ধ
দেখ যাও আজ মিয়ানমারে,
কিভাবে সব ভক্ত তোমার
শ্রেষ্ঠ জীবকে হত্যা করে।

মানবতার যেসব শিক্ষা
ধরায় তুমি নিত্য দিতে,
সবই আজকে ভূলুন্ঠিত
বুদ্ধ নেত্রীর ধরনীতে।

জীবহত্যা যে মহাপাপ তা
তোমার বানি, ভিক্ষুরা কয়,
তারাও তোমার দর্শন করছে
মানুষ মেরে কালিমাময়।
              ...  

No comments: