আশীর্বাদ- ২
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
খোকন সোনা পণ করেছে
হবে ফুটবলার,
ফুটবল খেলে করবে সে তার
জীবন চমৎকার।
অদ্য সে তার বক্ষে রাখছে
বিশ্বকাপ ফুটবল,
দক্ষ হবে খেলতে খেলতে
শেখবে সব কৌশল।
হারবে না সে কোনো খেলায়
পরবে জয়ের মালা,
বিশ্বকাপে সেরা তাকে
করো আল্লাহ তা'লা।
আশীর্বাদ মোর হয় যেন সে
সঠিক মুসলমান,
মেনে যেন চলে নিত্য
ইসলামি বিধান।
......
No comments:
Post a Comment