ভণ্ডপীর
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
ভণ্ডপীরে গ্রাস করেছে
আউলিয়ার এ দেশ,
ধর্মবৃত্তি করছে তারা
ধরে অলির বেশ।
তারা হলো সেরা মিথ্যুক
কুচক্রী আর বাচাল,
যাদের কাছে নেই খোদার ভয়
আর ইসলামি হালচাল।
এ ভণ্ডরা বিপথগামী
নামে মুসলমান,
প্রতারণায় এদের কাছে
হার মানে শয়তান।
বলে তারা তাদের কাছে
আছে জ্বীনের রাজ,
যাকে দিয়ে করায় তারা
রোগ সারানোর কাজ।
আরো বলে তারা নাকি
গায়েবী সব জানে,
অজ্ঞরা তাই ভক্ত তাদের
হচ্ছে মনের টানে।
প্রকাশ্য আর গুপ্ত নাকি
আছে তাদের দেহ,
কভু নাকি গুপ্তটাকে
দেখতে পায় না কেহ।
ভক্তদেরকে এসব বলে
লোভ দেখিয়ে তারা,
হাতিয়ে সব অর্থ তাদের
করে সর্বহারা।
জাহান্নামের পথিক এসব
ভন্ডপীরের দল,
পরের অর্থ ভাগিয়ে নেয়
করে নানা ছল।
এরা আরো বলে নাকি
গুপ্ত নামাজ পড়ে,
পাঞ্জেগানা নামাজ নাকি
পড়ে কাবাঘরে।
নামাজ কিন্তু গুপ্ত নহে
মুক্ত ইবাদত,
প্রকাশ্যে তা' কায়েম করতে
বলে শরীয়ত।
নামাজ কায়েম করার কথা
পাক কোরআনে বলে,
জাহান্ননামে যেতে হবে
এর অন্যথা হলে ।
মাজার পূজা, পেটের পূজা
আর বেদয়াতি কাজে,
মগ্ন থাকে এ সব পাপী
সকাল, দুপুর, সাঁঝে।
মদ-গাঁজাতে চলে তাদের
রাতে ইবাদত,
ভণ্ডামিতে নষ্ট করে
নারীদের ইজ্জত।
পায়ে পড়ে সিজদা করার
বিধান নেই ইসলামে,
শিরকী এ কাজটি চালায়
এ সব নরাধমে।
শিরক কর্মে রাখে তারা
পীরগিরিটা ধরে,
মাতাল থাকে নাচ ও গানে
তাদের খানকা ঘরে।
এ ভণ্ডদের কেউ করে না
জনহিতে কর্ম
কুসংস্কারে সমাজ ঢাকার
কাজটাই এদের ধর্ম।
স্বর্গে যাওয়ার টিকেট নাকি
এদের কাছে মেলে,
নিত্য এরা হুরের সাথে
স্বর্গে নাকি খেলে।
লোকজন হলে ভক্ত এদের
বলে বেড়ায় তারা,
পালন করা লাগে না আর
শরীয়তের ধারা।
মৃত্যুর পরে স্বর্গ পেয়ে
হবে ভাগ্যবান,
পাপ থাকলেও হবে না আর
জাহান্নামে স্থান।
এমন কথা মুখে যারা
বলবে এ জগতে,
জাহান্নামে জ্বলবে তারা
কোরান-সুন্নাহ মতে।
এ সব ভণ্ড পীরের থেকে
রক্ষা করুন ঈমান,
মোমিন-মুসলিম ভাই-বোন সবে
এক্ষুণে হোন সাবধান।
......
No comments:
Post a Comment