Wednesday, April 3, 2019

রমজানে প্রার্থনা-১৭

   (পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-১৭)

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ইয়া আল্লাহু, ইয়া গাফ্ফারু
ইয়া রাহিমু, ইয়া রাহমান,
তোমার দয়ায় এ ধরাতে
সৃষ্টিকূলের বাঁচে প্রাণ -ই

য়া আল্লাহু, ইয়া জালিলু,

ইযা রাহিমু, ইয়া রাহমান।।

সকল সৃষ্টির সূচনা হয়
ধরায় তোমার ইশারায়,
কুন ফাইয়াকুন বললে তুমি
শোভনসৃষ্টি হয়ে যায়।
ছাড়তে চায় না কোনে প্রাণী তোমার রূপের এ জাহান-
ইয়া আল্লাহু, ইয়া জলিলু, ইয়া রাহিমু, ইয়া রাহমান।।

তোমার খাঁটি বান্দা যেনো
হতে পারি এ ভবে,
তবে পরকালে আমার
সুখের জান্নাত লাভ হবে।
আমাকে দাও খাটি বান্দা হওয়ার সকল গুণ ও জ্ঞান--
ইয়া আল্লাহু, ইয়া জালিলু,ইয়া রাহিমু, ইয়া রাহমান।।

তোমার কঠোর শাস্তির জন্যে
করি আমি মৃত্যুর ভয়,
তাই আমি চাই তোমার কৃপা
মৃত্যুভয়টি করতে জয়।
কবুল করো আমার সকল বন্দেগী হে দয়াবান,
ইয়া আল্লাহু, ইয়া জালিলু, ইয়া রাহিমা ইয়া রাহমান।।

                      ......

No comments: