Friday, April 5, 2019

রমজানে প্রার্থনা-২৫

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা--২৫

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী।

ইয়া আলিমু, ইয়া কাবিদু
ইয়া বাছেতু, ইয়া বাতিন,
পৃথিবীতে সর্ব বস্তু
থাকে তোমার আওতাধীন।
ইয়া আলিমু, ইয়া কাবিদু, ইয়া বাছেতু, ইয়া বাতিন।।

ইয়া মুকযিয়্যু, ইয়া জামিউ,
ইয়া গানিউ, ইয় মাগনি,
তোমার ইচ্ছায় ধরাতে হয়
ফকির মিসকিন আর ধনী।
তুমি করো সঠিক বিচার ওহে রাব্বুল আলামীন,
ইয়া আলিমু, ইয়া কাবিদু, ইয়া বাছেতু, ইয়া বাতিন।।

ইয়া মুয়িয্যু, ইয়া মুযিল্লু,
ইয়া সামিউ, ইয়া মাতিন,
তুমি শোনো বান্দার কথা
সারা নিশি সারা দিন।
তেমার ইচ্ছায় সকলে পায়

ধরায় সুদিন আর কুদিন,

ইয়া আলিমু,  ইয়া কাবিদু, ইয়া বাছেতু, ইয়া বাতিন।

ইয়া মুকসিতু, ইয়া জামেউ,
ইয়া আওয়ালু, ইয়া আখের,

চাহি ক্ষমা তোমার তোমার কাছে
মাফ করো পাপ আমাদের
আর আমাদের ঈমানসহ মৃত্যু দিয়ো হে মতিন!
ইয়া আলিমু, ইয়া কাবিদু, ইয়া বাছেতু, ইয়া বাতিন।।

                      ......

No comments: