(পবিত্র রমজানের প্রার্থনা-৪)
মুহাম্মদ আবদুল মান্নান ইযাকুবী
ওহে খোদা, মাফ করে দাও
সকলকে এ রমজানে,
তুমি গাফ্ফার তুমি রহমান
শুনেছি পাক কোরআনে।
ওহে খোদা, মাফ করে দাও সকলকে এ রমজানে।।
রমজান হলো কোরআনের মাস
তাই এ মাসের মর্যাদা,
হাজারো মাস থেকে বেশি
মানি আমরা সর্বদা।
প্রাণের ছেয়ে অধিক মূল্য দেই কোরআনকে জাহানে-
ওহে খোদা, মাফ করে দাও সকলকে এ রমজানে।।
মাফ করে দাও মা-বাবা আর
সর্ব মুসলিম ভাই বোনকে,
মরলে তাদের জান্নাত দিয়ো
স্থান দিয়ো না দোজখে।
উত্তম কর্ম করতে যেন থাকি সবাই পাক ধ্যানে-
ওহে খোদা, মাফ করে দাও সকলকে এ রমজানে।।
ছোট বড়ো সকল গুণা
শিরেকি ও বিদাতি,
জেনে বা না জেনে করলে
ক্ষমা চাই দুহাত পাতি।
মুসলিমদেরকে সেরা রেখো শরার জ্ঞান ও বিজ্ঞানে--
ওহে খোদা, মাফ করে দাও সকলকে এ রমজানে।।
...
No comments:
Post a Comment