Thursday, March 21, 2019

রমজানে প্রার্থনা-২০

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-২০

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ইয়া আল্লাহু, ইয়া সাত্তারু,
ইয়া কাহ্হারু, ইয়া গাফ্ফার,
পাক রমজানের অসিলাতে
মাফ করে দাও পাপ আমার।।

আমার মনে জাগিয়ে দাও
ন্যায়-নীতি আর প্রীতিবোধ,
শক্তি সাহস দাও গো আরো
অন্যায় করতে প্রতিরোধ।
তুমি ভিন্ন কাউকে যেনো ভয় না করি আমি আর,
পাক রমজানের অসিলাতে মাফ করে দাও পাপ আমার।।

করো আমার মন আলোময়
কোরান সুন্নার আলোতে,
বিশ্বে জাগাও শান্তির বন্যা
সমাজ রাষ্ট্রগুলোতে।
ধরায় যেনো মানবতার থাকে শুধু জয় জয়কার,
পাক রমজানের অসিলাতে মাফ করে দাও পাপ আমার।

মানবতার কান্না থামাও
করছি আজ এ প্রার্থনা,
সৃষ্টির সেরা জীবের কান্নায়
ধরা সফল হচ্ছে না।
একারণে তপ্ত মরুর রূপ হয়েছে এ ধরার,
পাক রমজানের অসিলাতে মাপ করে দাও পাপ আমার।।
                  ............

তারিখঃ ২১-০৩-২০১৯ খ্রি,  

No comments: