(রমজানের সৌজন্যে প্রার্থনা--৩)
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
তুমি স্রষ্টা, তুমি দ্রষ্টা
তুমি মহীয়ান,
তোমায় নিয়ে যেন আমার
নিত্য থাকে ধ্যান।
কবুল করো এ প্রার্থনা ওহে রহমান।।
সত্য সংগ্রাম করতে যেন
ভয় করি না কভু,
ধরার মোহে আমি যেন
খাইনা হাবুডুবু।
চলি যেন সরলপথে গেয়ে সত্যের গান-
কবুল করো এ প্রার্থনা ওহে রহমান।।
সৃষ্টির সেরা থাকি যেন
মেনে তোমার বিধি,
হতে যেন পারি তোমার
সঠিক প্রতিনিধি।
অন্ধকারে পারি যেন করতে আলো দান-
কবুল করো এ প্রার্থনা ওহে রহমান।।
হিংসা বিদ্বেষ লোভ লালসার
উর্ধ্বে যেন থাকি,
মানবতার সেবায় যেন
দিইনা কভু ফাঁকি।
সবার সুখ ও দুঃখের ভাগটা নিই যেন সমান-
কবুল করো এ প্রার্থনা ওহে রহমান।।
.
No comments:
Post a Comment