নারীর স্থান
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
করুণায় নারী, কোমলতায় নারী
নারী প্রেরণা দানে,
মাতৃত্বে নারী, সেবায়, নারী
নারী হৃদয়ের টানে-
কে বলে ভাই পায় না কদর, নারী কোনোখানে?
ঘরে নারী, বাইরে নারী,
নারী উন্নয়নে,
গীতিতে নারী, নৃত্যে নারী
নারী আপ্যায়নে-
তবুও কেন নিম্নে নারী, বলে সর্বজনে?
কর্মে নারী, সৃজনে নারী
নারী বিজ্ঞাপনে,
বরণে নারী, বিদায়ে নারী
নারী বিনোদনে।
বল বঙ্গে আর কি থাকবে নারীর উন্নেয়নে?
সুখে নারী, দুঃখে নারী
নারী শক্তি দানে,
শয়নে নারী, স্বপনে নারী
নারী সঙ্গদানে।
দেখাও বঙ্গে নারী কোথায় আছে অযতনে?
দপ্তরে নারী, আদালতে নারী
নারী অভিযানে,
কৃষিতে নারী, বাণিজ্যে নারী
নারী সর্বখানে।
কোথাও নারী তুচ্ছ নহে আছে শীর্ষস্থানে।
বিজ্ঞানে নারী, চিকিৎসায় নারী,
নারী অর্থায়নে,
শিক্ষায় নারী, গবেষণায় নারী
নারী প্রশাসনে।
নারীতে আজ বিশ্ব নাচে, দেখছি দুনয়নে।
......
'
No comments:
Post a Comment