Thursday, February 28, 2019

রমজানে প্রার্থনা-১৬

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা- ১৬

    মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রমজানের এ রাতে খোদা
তারাবি শেষ করে,
দুহাত তুলে চাহি ক্ষমা
তোমার পাক দরবারে।
দুজাহানে তোমার মত ক্ষমাশীল নেই আর,
ওহে প্রভু মহামহিম পরওয়ারদিগার।।

কবর, হাশর, মিজান এবং
ভয়াল পুলসিরাতে,
রেখো খোদা এ বান্দাকে
তোমার করুণাতে।
সকল বিপদ থেকে আরো করিও উদ্ধার,
ওহে প্রভু মহামহিম, পরওয়ারদিগার।।

আমি পাপী পাপ করেছি
জীবনব্যাপী ভবে,
আযাযিলের ধোঁকায় পড়ে
ভাবি নি কি হবে।
পুণ্যশুণ্য রেখে জীবন করেছি ছারখার,
ওহে প্রভু মহামহিম পরওয়ারদিগার।।

মাফ করে দাও যাচি ক্ষমা
রোজাব্রত মুখে,
রেখো না হে খোদা আমায়
পরকালে দুঃখে।
খুলে দিয়ো আমার জন্যে জান্নাতের দুয়ার,
ওহে প্রভু মহামহিম পরওয়ারদিগার।
                  ....

No comments: