Wednesday, March 20, 2019

রমজানে প্রার্থনা- ৮

  (পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-১৮)

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ওহে মালিক রাজাধিরাজ
তুমি সর্বশক্তিমান,
তোমার হাতে জীবন-মরণ
তুমি করো সবই দান।
ওহে মালিক রাজাধিরাজ, তুমি সর্বশক্তিমান।।

আমি অধম পাপী বান্দা
পাপ করেছি বেশুমার,
তুমি ছাড়া এ ধরাতে
কেহ নেই পাপ মাফ করার।
মৃত্যুর আগে আমার সব পাপ মাফ করে দাও হে রাহমান,
ওহে আল্লাহ রাজাধিরাজ, তুমি সর্বশক্তিমান।।

তোমার নির্দেশ মতে জান্নাত
আর জাহান্নাম হয় সৃজন,
পাপী যাবে জাহান্নামে
জান্নাত পাবে পুণ্যজন।
মৃত্যুর পরে চাই না খোদা জাহান্নাম হোক আমার স্থান।।
ওহে আল্লাহ রাজাধিরাজ, তুমি সর্বশক্তিমান।।

সত্যপথে চালাও আমায়
করছি আরজ হে মহান,
পাক কোরআন আর সুন্নাহভিত্তিক
কাল যাপনের দাও সব জ্ঞান।
পরকালে দিয়ো আমায়,তোমার দিদার হে সোবহান,
ওহে আল্লাহ রাজাধিরাজ, তুমি সর্বশক্তিমান।।
                    ......

তারিখঃ ২০-০৩-২০১৯ খ্রি.

No comments: