Saturday, March 9, 2019

রমজানে প্রার্থনা-২১

পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-২১

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ওহে বিশ্বের মালিক তোমার
বাণী আল-কোরআন,
ধরায় মানি তোমার বাণী
আমরা মুসলমান।
ওহে বিশ্বের মালিক তোমার বাণী আল-কোরআন।।

আমরা হলাম তোমার বান্দা

 যাচি তোমার কাছে,

এ ধরাতে সর্বপ্রাণী
তোমার দানে বাঁচে।
তাইতো তুমি দয়াল- দাতা , রহিম ও রাহমান, 
ওহে বিশ্বের মালিক তোমার বাণী আল-কোরআন।।

এ পৃথিবীর পঙ্কিলতায়
মানলে তোমার বাণী
সুন্দর এবং মধুময় হয়
মানব জীবনখানি।
শক্তি দাও রব কায়েম করতে কোরআনের বিধান,
ওহে বিশ্বের মালিক তোমার বাণী আল-কোরান।।

প্রভু তোমার দরবারে চাই
তুলে খালি হাত,
এ কালে সৎ জীবনযাপন
সেকালে নাজাত।
তোমার সঠিক বান্দা হওয়ার দাও দৃঢ় ঈমান,
ওহে বিশ্বের মালিক তোমার বাণী আল-কোরআন।।

                     ...... 

No comments: