পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা-২৭
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
ইয়া আল্লাহু, ইয়া রাহিমু,
ইয়া মালেকু, ইয়া রাহমান।।
মহাবিশ্বের স্রষ্টা তুমি
গাহি তোমার গুণগান।
ইয়া আল্লাহু, ইয়া রাহিমু, ইয়া মালেকু, ইয়া রাহমান।।
ইয়া জালিলু, ইয়া কুদ্দুসু
ইয়া ফাত্তাহু, ইয়া আজিজ,
তাওবায় পাপী তোমার কৃপায়
শাস্তি থেকে পায় খারিজ।
মহাবিশ্বে পাবে না কেউ তোমার মতো মহীয়ান।।
ইয়া আল্লাহু, ইয়া রাহিমু, ইয়া মালেকু, ইয়া রাহমান।।
ইয়া সালামু, ইয়া মো'মেনু,
ইয়া রাজ্জাকু, ইয়া গাফ্ফার,
তুমি ছাড়া, পাপীকে মাপ
করার মতো কেউ নেই আর।
রোজাব্রতে রোজাদারের মজবুত করে দাও ঈমান।
ইয়া আল্লাহু ইয়া রাহিমু, ইয়া মালেকু ইয়া রাহমান।।
ইয়া কাহ্হারু, ইয়া রাজ্জাকু
ইয়া ফাত্তাহু, ইয়া জব্বার,
মাফ করে দাও আমার গুনা
চাচ্ছি ক্ষমা বারংবার।
বান্দার প্রতি থাকে তোমার অশেষ কৃপা; অশেষ দান-
ইয়া আল্লাহু, ইয়া রাহিমু, ইয়া মালেকু, ইয়া রাহমান।।
No comments:
Post a Comment