Monday, August 14, 2017

প্রীতির কড়া-২

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

প্রীতির কড়া পরবে যারা
          পাবে ধরায় সুখের ধারা,
থমকে যাবে ফুল-পরীরা
           দেখে এ সুখ চমকমারা।

নামবে এতে খুশির প্লাবন
            থাকবে না আর দু:খের কারা,
খুশিতে তাই প্রীতির যুগল
             হয়ে যাবে আত্মহারা।
             
                     .....

No comments: