মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
তুমি যেনো ফুলের মত
ফুটলে মনের বাগে,
যে বাগে আর অন্য কোনো
ফুল ফোটেনি আগে।
পারবে না যে তোমায় কেহ
তুলে নিতে আর,
ফুটলে যাতে তুমি মনের
বাগানে আমার।
ঝরে যদি যাওগো তুমি
ঝরবে আমার বনে,
ধন্য এতে হবো তোমার
ফলের অবদানে।
.....
No comments:
Post a Comment