Friday, August 4, 2017

চট্টগ্রাম (সনেট)

               (সনেট)

               চট্টগ্রাম
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

"পথ-ঘাট, খাল-বিল, ঝিল, পুস্করিণী,
ভূধর, বন, সৈকত, তটিনী, চঞ্চলা,
পশু-পাখি, ফুল-ফল ও শস্যে চট্টলা",
সমুদ্রের-তীরে যেটি শ্যামল রঙিনী,
গর্বিত উপাধি যার রত্নপ্রসবিণী।
রূপ যার থেকে যায় অফুরন্ত বলা,
নিসর্গে বিরাজমান থাকে শৃংখলা, 
যেখানে শান্তিতে কাটে  দিবস-যামিনী।

বারো আউলিয়া নেন এখানে  বিশ্রাম,
স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করার নিমিত্তে,
চয়ন করেন তারা এ মধুর ধাম।
বঙ্গের তোরণ বলে খ্যাত এর নাম,
যে নাম শুনে খুশির ঢেউ জাগে চিত্তে,
সে নাম বঙ্গে আমার প্রিয় চট্রগ্রাম।
                    .......

No comments: