Monday, May 29, 2017

ব্যক্তিগত -৭

তারিখঃ ২৭-০৫- ২০১৭ ইং
মাননীয়,
চেয়ারম্যান,
বিদ্যালয় পরিচালনা পরিষদ,
রেলওয়েপাবলিক স্কুল, পলোগ্রাউন্ড, চট্টগ্রাম।

বিষয়ঃ স্বপদে পুনঃযোগদান প্রতিবোদন।

জনাব,
সবিনয় নিবেদন এ যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার প্রদত্ত পুনর্বহাল পত্র  স্মারক নং -RPHS- ৩১৩, তারিখঃ ২৫-০৫-২০২৭ মোতাবেক সকল নির্দেশনা মেনে নিয়ে অদ্য ২৭ -০৫- ২০১৭ ইং, সকাল ১০ ঘটিকায় স্বপদে পুণঃযোগদানের জন্যে আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি।

অতএব, মহোদয়, অত্র বিদ্যালয়ে স্বপদে আমার পুনঃযোগদান প্রতিবেদন মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক-
মুুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী।
সহকারী প্রধানশিক্ষক,
রেলওয়ে পাবলিক স্কুল,
পলোগ্রাউন্ড, চট্টগ্রাম।

No comments: