Wednesday, May 17, 2017

লিমেরিক-১০

          লিমেরিক
   
  মদনের গালফাটা সাহস

মুহাম্মদ আবদুর মান্নান ইয়াকুবী

সুৃঠাম দেহের মদন আলি হেলে দোলে চলে,
গর্ব করে নিজকে সেরা সাহসী লোক বলে।
সাহস যে তার আছে কেমন,
বলছি শোনো হে বন্ধুগণ,
তেলাপোকা দেখলে মদন পালায়   খাটের তলে।

No comments: