Friday, May 12, 2017

একটি পরামর্শ

সম্মানিত এডমিন বন্ধুরা আমার শুভেচ্ছা নেবেন।
একটি কথা সবিনয়ে আপনাদেরকে বলতে চাই যে, কোন কবি বন্ধুর পোস্টকৃত লেখা সাবধানে
কমেনট করবেন। কারন, অনেক পোস্টকৃত কবিতায় দেখা যায়, বাক্যের গঠন, শব্দের বানান,  সমাসবদ্ধ পদ প্রয়োগ ও ছন্দমাত্রায় প্রচুর  ভুল থাকে। অথচ, ওই সব ভুলেভরা কবিতায় অনেকে  কমেন্টে লেখেন  'অসাধারণ, অপূর্ব, অতুলনীয়' ইত্যাদি। যে সব লেখা মানসম্মত নয়, সে সব লেখায় এ জাতীয় কমেন্টে প্রজ্ঞার পরিচয় বহন করে না। এ সব লেখার ভুলগুলো সম্মান প্রদর্শনপূর্বক  সংশোধন করে লেখকে লেখার চর্চা অব্যাহত রাখার ব্যাপারে উৎসাহিত করবেন। এতে আমাদের এ গ্রুপের দ্বারা কিছু দক্ষ লেখক সুষ্টি হয়ে বাংলা সাহিত্যের অগ্রগতির একটা ধাপ এগিয়ে দেবে এবং উপকৃত হবে দেশ ও জাতি।

    মনে রাখবেন, ফেইসবুকের লেখা সারা বিশ্বের লোকজন দেখেন। ভুলেভরা লেখায় এমন মন্তব্য দেখে অনেকে উপহাস করেন। এতে কমেন্টকারীর ভাবমূর্তি অবশ্যই ক্ষুণ্য হয় বলে আমি মনে করি। শুধু তাই নয়, এর দ্বারা একটা গ্রুপেরও সুনাম নষ্ট হয়।

      যারা নবীন লেকক তাদের লেখায় ভুল থাকা স্বাভাবিক। তাদের ভুল সংশোধনে সহযোগিতা না করে ভুলের উচ্চ প্রসংশা করা মানে তাদেরকে বিপতগামী করা।

No comments: