Wednesday, April 26, 2017

উপদেশ (লিমেরিক-৮)

আল্লাহ ছাড়া কাউকে মদন না করলে তুই ভয়,
দেখবি তবে এ ধরায় তোর জয় হবে নিশ্চয়।
তোকে দেখে শয়তানের দল,
হারাবে তার সাহস ও বল,
বিশ্বে তখন হবি মদন শক্তির এক বিস্ময়।
                    ........

No comments: