Wednesday, April 19, 2017

মশার গর্ব-২

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আমি থাকি ঝোপে এবং
     নালা-নর্দমায়,
বিচরণও করে থাকি
     যে কোনো যায়গায়।

স্কুল, কলেজ, ঘর-বাড়ি আর
          অফিস-আদালতে,
সগৌরবে থাকি আমি
              নিত্য যাতায়তে।

সর্ব প্রাণীর অঙ্গ হলো
             আমার বসার আসন,
যে আসনে বসে আমি
             রক্ত করি চোষণ।

রক্তের খুঁজে ওড়াওড়ি
           করি এদিক সেদিক,
লক্ষমাত্রা নির্ধারণও
            করে থাকি সঠিক।

আমার গমন পথে বাঁধা
            না পেরে লোক দিতে,
রাতে আশ্রয় নিয়ে থাকে
                 ভয়ে মশারিতে।
              .......

        

No comments: