Wednesday, April 19, 2017

অন্তমিলে বাতাসের প্রতিশব্দ

  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

অগ্নিসখ, শব্দবহ,
    বায়ু, সমীরণ,
জগতায়ু, বহ্নিসখ
    পাক, প্রভঞ্জন।

জগৎপ্রাণ, অনিল
   সমীর, ফেরান,
গন্ধবাহ, জগদ্বল
    বাত, পবমান।

নভঃশ্বাস, সদাগতি, 
    বাতাস, মারুত
 মাতরিশ্বা, শ্বাস, দম
     আবর্ত, মরুৎ।

নভশ্চর, নভস্বান
   আশুগ, পবন,
গন্ধবহ, বাষ্প, বায়
     হাওয়া, ঘূর্ণন।
          ........

     

No comments: