মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
ঈদপূর্ব রাত কষ্টে কাটে
ঘুম আসে না তাই,
খাটে শুধু এপাশ ওপাশ
গড়াগড়ি খাই।
মধুর সকাল আসলে তবে
ঈদটা হবে হাজির,
তাইতো আমার রাত পোহায় না
মন থাকে অস্থির।
মিনার থেকে ভোরের আজান
আসে যখন কানে,
অস্থিরতা দূর হয়ে যায়
ঈদের খুশির টানে।
........
No comments:
Post a Comment