মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
পল্লিতে বাস করি আমরা
পল্লি ভালবাসি,
নিত্য আমরা সবুজ পল্লির
রূপসাগরে ভাসি।
আমরা পল্লি ভালবাসি।।
সোনার চেয়ে বেশি খাঁটি
পল্লি মায়ের মাটি,
যে মাটিতে আমরা সবার
আছে বসতবাটি।
জাতিকেও এ পল্লি দেয় রত্ন রাশি রাশি-
আমরা পল্লি ভালবাসি।।
নানা রঙের পাখি পল্লির
বৃক্ষে করে গান,
এদের মধুর গানের কণ্ঠে
জুড়ায় সবার প্রাণ।
নয়ন জুড়ায় দেখলে পল্লির ফুল ও ফলের হাসি-
আমরা পল্লি ভালবাসি।।
আমরা সবার বাপ-দাদারা
গাঁয়ে করে চাষ,
তাঁদের কঠোর শ্রমে জোগায়
গোটা জাতির আশ।
শ্রমবিমুখ হন না তাঁরা বাঁচাতে দেশবাসী।
আমরা পল্লি ভালবাসি।।
মাছ, মাংস, ডিম, দুধ আর ফলে
রসনা হয় সরস,
পেতো না তা দেশবাসীরা
চাষী হলে অলস।
গর্ব করি আমরা সবার পিতা পল্লির চাষী-
আমরা পল্লি ভালবাসি।।
আজকে আমরা ব্যক্ত করছি
মনের অভিলাষ,
কৃষি কাজের দ্বারা করবো
দারিদ্র্য বিনাশ।
কৃষীতে দেশ করবো ধনী, দেখবে বিশ্ববাসী-
আমরা পল্লী ভালবাসি।।
No comments:
Post a Comment