( পবিত্র রমজানের সৌজন্যে প্রার্থনা--১২
---মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
আমরা শুধু তোমার দানে বাঁচি হে রহমান!!
তুমি রক্ষক, তুমি মালিক
তুমি জগন্ময়,
জীবন-মরণ তোমার হাতে;
তোমাতে আশ্রয়।
শক্তিধর নেই এ বিশ্বে কেউ তোমারই সমান--
আমরা শুধু তোমার দানে বাঁচি হে রহমান।।
ভাষা, বিবেক, জ্ঞান আমাদের
করে তুমি দান,
ধরার মাঝে দিলে তোমার
প্রতিনিধির স্থান।
এ কারণে পাই আমরা সৃষ্টির সেরা মান-
আমরা শুধু তোমার দানে বাঁচি হে রহমান!!
তোমার সকল দানের প্রয়োগ
সঠিকভাবে করার
আমাদের দাও ঈমানী তেজ
ওহে প্রভু গাফ্ফার।
শক্তি আরও দাও জাগাতে সাম্য প্রীতির বান।
আমরা শুধু তোমার দানে বাঁচি হে রহমান!!
.......
No comments:
Post a Comment