মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
তুমি নেই তাই আজ নেই তব খ্যাতি
কোথাও শুনি না আর তব জয়গান,
ইতিহাসও রাখেনি তোমাকে অম্লান,
কভু সপ্নেও তোমায় দেখে না এজাতি।
কখনো হবে না তুচ্ছ তব কর্মনীতি,
সমাজেও আছে তব সেরা অবদান,
আলোদানে তুমি কভু ছিলে না নিষ্প্রাণ
ছিল না কভু নিষ্প্রভ তব প্রজ্ঞাবাতি।
বিদ্যাপীঠে বন তুমি করেছ জাগ্রত,
মেডিকেল কলেজও গড়েছ নগরে,
জ্ঞানপ্রদীপে করেছ অন্ধকার মুক্ত,
তবুও জাতির মাঝে নও তুমি স্মৃত।
একারণে এ সনেট লেখি তব তরে,
রাখতে নামটি তব চির আলোকিত।
........
No comments:
Post a Comment