মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
ঈদ মানে হাসি-খুশি
নয় দ্বেষ, দ্বন্দ্ব,
ঈদ মানে বাদ দেয়া
কর্ম হলে মন্দ।
ঈদ মানে করা সবে
নব সাজগোজ,
ঈদ মানে ঘরে ঘরে
থাকা প্রীতিভোজ।
ঈদ মানে নয় কেউ
প্রীতি- ঐক্য ভিন্ন,
ঈদ মানে থাকবে না
মূলে কেউ ছিন্ন।
ঈদ মানে রাখা সবে
পবিত্র মনটা,
ঈদ মানে কেটে দেয়া
উল্লাসে দিনটা।
.....
No comments:
Post a Comment