Wednesday, April 19, 2017

জাগবো আমরা

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

জাগবো আমরা নতুন সাজে
   আজকে খুশি মনে,
খুশবুদেহে সাঙ্গ করবো
    দিনটি আলিঙ্গনে।

উঁচু-নিচুর বিভেদ আমরা
 রাখবো না আজ আর,
সবার তরে রাখবো আমরা
    হৃদয়টা উদার।

সুখ-দুঃখ যার যা আছে তা
    করবো ভাগাভাগি,
হয়ে যাবো ত্যাগী আমরা
     সবাই সবার লাগি।

এসো ঈদের নতুনত্বে
    নতুন সমাজ গড়ি,
সবাই মিলে আজ আমরা                                         এ প্রতিজ্ঞা করি।

           ........

       

No comments: