Wednesday, April 19, 2017

অন্তমিলে স্ত্রীর প্রতিশব্দ

মুহাম্মদ আবদুর মান্নান ইয়াকুবী

অর্ধাঙ্গী, ধনিকা, বউ
     রমনি, গৃহিনী,
ঘরনি, মেম, বেগম
     স্ত্রী, সহধর্মিনী।

বেগমসাহেবা, ভার্ষা
   কলত্র, দয়িতা,
গৃহদেবী, জানি, বধু
    আয়তি, বনিতা।

গৃহলক্ষী, বিবি, প্রেয়সী
      দারা, ভ্রাত্রী, গিন্নি,
জানানা, অঙ্গনা, জায়া
       গৃহলক্ষ্মী, পত্নি।

জীবনসঙ্গিনী, মাগ
     ধর্মপত্নী, দার,
গৃহকর্তী, ক্ষেত্র, কর্ত্রী
     রাণি, পরিবার।
       ....
    

No comments: