Monday, April 17, 2017

ঈদের দিনের নূর

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ঈদের দিনের নূরে সবার
    কোমল করে মন,
তাইতো মনে সুপ্রবৃত্তির
     ঘটে উন্মোচন।

কুপ্রবৃত্তির শক্তি যেটি
    মনে বিরাজ করে,
ঈদের দিনের নূরে সেটি
     জ্বালিয়ে ছাই করে।

স্বর্গ থেকে আসে এ নূর
    খোদার সেরা দান,
খুশির জোয়ার এনে এটি
      তুষ্ট করে প্রাণ।
              ......

    
      
     

No comments: