Tuesday, April 18, 2017

ঈদের দিনে

     মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রঙবেরঙের পোশাক পরে
মাথায় টুপি দিয়ে,
ঈদের নামাজ পড়বো সবাই
ঈদগাহে আজ গিয়ে।

                নামাজ শেষে কোলাকুলি
                 করবো পরস্পরে,
                 সম্প্রীতিভাব সবার মনে 
                 রাখবো ধারণ করে। 

কবরবাসীর কবর পানে
করবো জিয়ারাত,
খোদার কাছে তাদের জন্যে
চাইবো মাগফিরাত।

             গুরুজনকে মনভরে আজ
             শ্রদ্ধা-সালাম দেবো,
             তাঁদের থেকে স্নেহমাখা
             আশীর্বাদটা নেবো।

ছোটদেরকে সোহাগ করবো
বক্ষে টেনে নিয়ে,
মন রাঙিয়ে দেবো তাদের
ঈদের বখশিশ দিয়ে।

      পায়েশ, পোলাও, কোরমা, সেমাই
       থাকবে ঘরে ঘরে,
       দীন-দুঃখী আর স্বজন মিল                 খাবো মজা করে।

নানা, খালা, বন্ধু এবং
পড়শীর বাড়ি ঘোরে,
ঈদ বিনিময় সাঙ্গ করবো
হলেও পথ দূরে।

              দানধর্ম আর ভালোবাসায়
              আজকে সারা দিন,
               হিংসা, দ্বন্দ্ব, দুঃখ-কষ্ট
               করবো সব বিলীন।

ঈদের দিনের মহাখুশি
খোদার সেরা দান,
সবার মাঝে এ খুশিটা
হোক চির অম্লান।
         .....

No comments: