Sunday, April 23, 2017

পল্লী শিশুদের গান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

পল্লিতে বাস করি আমরা
পল্লি ভালবাসি,
নিত্য আমরা সবুজ পল্লির
রূপসাগরে ভাসি।
                 আমরা পল্লি ভালবাসি।।

সোনার চেয়ে বেশি খাঁটি
পল্লি মায়ের মাটি,
যে মাটিতে আমরা সবার
আছে বসতবাটি।
জাতিকেও এ পল্লি দেয় রত্ন রাশি রাশি-
                      আমরা পল্লি ভালবাসি।।

নানা রঙের পাখি পল্লির
বৃক্ষে করে গান,
এদের মধুর গানের কণ্ঠে
জুড়ায় সবার প্রাণ।
নয়ন জুড়ায় দেখলে পল্লির ফুল ও ফলের হাসি-
                                 আমরা পল্লি ভালবাসি।।

আমরা সবার বাপ-দাদাগণ
গাঁয়ে করেন চাষ,
তাঁদের কঠোর শ্রমে জোগায়
গোটা জাতির আশ।
শ্রমবিমুখ হলে তাঁরা বাঁচবে না দেশবাসী।।
                     আমরা পল্লি ভালবাসি।।

মাছ, মাংস, ডিম, দুধ আর ফলে
রসনা হয় সরস,
পেতো না কেউ এসব খাবার
চাষী হলে অলস।
গর্ব যে তাই আমরা সবার বাপ-দাদা হন চাষী-
                        আমরা পল্লি ভালবাসি।।

আমরা সবে এ প্রতিজ্ঞা
ব্যক্ত করছি আজ,
শিক্ষা অর্জন শেষে করবো
পল্লির পক্ষে কাজ।
ফুটাবো এর উন্নয়নে সবার মুখে হাসি-
                     আমরা পল্লি ভালবাসি।।
                  .........

No comments: