Monday, April 3, 2017

মদনের কথায় -(লিমেরিক- ৭)

  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

নিজকে মদন সেরা একজন নেতা দাবি করে
যদিও সে ঘৃণিত লোক বেঢপ রুচির তরে।
একদিন সে তার বউকে বলে,
দেশের লোক তার কথায় চলে।
এ কথা তার শুনে বউয়ে হাসতে হাসতে মরে।

No comments: